BlogUp24Login Sign Up

প্রেমচিত্র

In ভালবাসার কবিতা - 5th Feb 20 at 09:42 AM - Views : 148
প্রেমচিত্র

আকাশের লজ্জাহীন নগ্ন ক্যানভাসে,
চলে আঁকি বুকি।
প্রতি দুপুর রাত্রি ভোরে।
মেঘমালা তুলি স্পর্শে ছুঁয়ে যায়,
আর ফুটে ওঠে প্রতি মুহুর্তের নানা ব্যঞ্জণের
প্রেমের বিমূর্ত চিত্র।
তোমার আমার গভীর প্রেমের ছবি,
পৃথিবী দেখে তো দেখুক।
টুপটাপ ঝরে পড়ুক
ফুলরাশি জলকণা সম…….
হোক ঝড়, বজ্র সহ বৃষ্টি,
মাতাল বাতাসে উত্তাল হোক পৃথিবী। ,
আমি চেয়ে থাকি

শুধু তোমার ওই মুখপানে।
তুমি দেখো আমায় মুগ্ধ নয়নে।
অন্যকাজে মন দিয়ে কাজ নেই আর ।
শুধু তুমি আর আমি এক নিঃশ্বাস পরিমান কাছে
বসে থাকি হাতে হাত ধরে।

Googleplus Pint
Helim Hasan Akash
Posts 352
Post Views 773,984