BlogUp24Login Sign Up

লোভনীয় প্রস্তাব! মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন

In ফুটবল দুনিয়া - 7th Feb 20 at 07:33 AM - Views : 160
লোভনীয় প্রস্তাব! মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন

লোভনীয় প্রস্তাবে কি সায় দেবেন লিওনেল মেসি? প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে অন্য কোথাও যাবেন আর্জেন্টাইন সুপারস্টার? এসব প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলে। শোনা যাচ্ছে, এবার হয়তো মেসি ঘরবদল করবেন! তবে মেসির বার্সেলোনা ছাড়ার কারণ আসলে লোভনীয় আর্থিক প্রস্তাব নয়, বরং অন্তর্দ্বন্দ্ব।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদালের সঙ্গে মেসির দ্বন্দ্ব এখন প্রকাশ্যে

চলে এসেছে। জানা যাচ্ছে, সেই কারণে মেসি নাকি বার্সার নতুন চুক্তির প্রস্তাব নাকচ করেছেন।


আর এমন পরিস্থিতির সুযোগ নিতে চায় ম্যানচেস্টার সিটি। এর আগেও মেসির ম্যান সিটিতে যাওয়ার খবর রটেছিল। তবে শেষমেশ সেই গুঞ্জন সত্যি হয়নি।

মেসি বার্সেলোনাতেই থেকে গিয়েছিলেন। এবারও কি শেষমেশ তাই হবে! ইউরোপের সংবাদমাধ্যম জানাচ্ছে, এবার ম্যান সিটি কোমর বেঁধে নেমেছে।
ম্যান সিটিতে যোগ দিলে মেসির বার্ষিক বেতন দাঁড়াতে পারে ৬৪ মিলিয়ন মার্কিন ডলার। এত টাকা দিয়ে মেসিকে দলে নেওয়ার মতো ধনী ক্লাব ইউরোপিয়ান ফুটবলে বেশি নেই। ম্যান সিটির অবশ্য সেই সামর্থ রয়েছে।

বর্তমানে মেসির সঙ্গে বার্সার চুক্তি রয়েছে ২০২১ পর্যন্ত। চুক্তি শেষ হওয়ার পর মেসি ফ্রি-তে অন্য কোনও ক্লাবে যোগ দিতে পারে। আর এখানেই বাজি মারতে চাইছে ম্যানসিটি। মেসির সঙ্গে দলের স্পোর্টিং ডিরেক্টর-এর সম্পর্কের অবনতি তাই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ম্যানসিটির কর্মকর্তারা।

Googleplus Pint
Helim Hasan Akash
Posts 352
Post Views 774,143